বুড়িগঙ্গা নদী থেকে আরমান (২০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে বসিলা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। নিহত আরমান মোহাম্মদপুরের আদাবর থানার সুনিবির হাউজিংয়ের বাসিন্দা বাবুল মিয়ার ছেলে এবং একটি কুরিয়ার কোম্পানিতে ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ভাকুর্তা ইউনিয়নের সন্ন্যাসীপাড়া গ্রামের পাশে খালেক মিয়ার ইটভাটার কাছ থেকে নদীতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য সুরতহাল প্রতিবেদন তৈরি করে লাশটি স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহতের পরিবার জানায়, আরমান চার দিন ধরে নিখোঁজ ছিলেন এবং বিভিন্ন স্থানে খোঁজার পর আদাবর থানায় একটি নিখোঁজ ডায়েরি করা হয়েছিল। সোমবার নদীতে লাশ পাওয়া গেলে তারা ঘটনাস্থলে গিয়ে আরমানের লাশ শনাক্ত করেন। তাদের দাবি, আরমানকে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে এবং তারা হত্যার বিচার দাবি করছেন।